আগামী 04/08/2020 তারিখ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ "বাংলার শিক্ষা দুরভাষ এ" চালু করতে চলেছে .এর জন্য আপাতত নবম ও দশম শ্রেণীর ছাত্ররা এই টোল ফ্রি নাম্বারে 18001232823 ফোন করে পড়া সংক্রান্তঃ বিষয় ভিত্তিক যাবতীয় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে ।ছাত্রদের এই সুযোগ ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে। রবি বার বাদে সব দিন এই পরিষেবা পাওয়া যাবে।
পুনশ্চ----এছাড়াও অন্য কোনো স্কুলের ছাত্রদের কে সম্ভব হলে এই বার্তা পৌঁছে দেবে।